কম্পাইলার
কি? কম্পাইলার
হচ্ছে এক
ধরনের কম্পিউটার প্রোগ্রাম
বা প্রোগ্রাম-সমষ্টি
যা কোন কম্পিউটার ভাষা (উৎস
ভাষা)
থেকে
অপর একটি কম্পিউটার ভাষায়
টেক্সট অনুবাদ করে। সাধারণত
কোন প্রোগ্রামের সোর্সকোড
থেকে মেশিনকোডে রূপান্তরের
কাজটি কম্পাইলার দিয়ে করা
হয়।
আমরা
যেহেতু সি প্রোগ্রামিং শিখব
তাই আমাদেরকে ও এমন একটি
কম্পাইলার ইউজ করতে হবে যেটি
আমাদের কোডকে মেশিনকোডে
রূপান্তর করবে।