November 29, 2016

ক্যারেক্টার সেট


ক্যারেক্টার সেট (Character Set): ক্যারেক্টার সেট হচ্ছে একটি ভাষায় সমর্থিত কতকগুলো অক্ষরের সেট একটি ক্যারেক্টার alphabet, digit, অথবা special symbol হতে পারে যা একখণ্ড তথ্য রিপ্রেজেন্ট করার জন্য ব্যাবহৃত হয় 
নিচে সি ভাষায় সমর্থিত Alphabet, Digit এবং special symbol দেয়া হল।\n
Alphabets:-          A,B,C,D……………Y,Z
                            a,b,c,d……………y,z
Digits :-                0,1,2,3…………8,
Special Symbols:   ~ ! @ # % ^ & * () - _ + =
                              {} [] ; : ’ ” < > ? \ / |


Alphabet: সি ক্যারেক্টার সেট, ইংরেজি বর্ণমালার A-Z এবং a-z সমর্থন করে।সি ক্যারেক্টার সেনসেটিভ ভাষা হওয়ায় ‘a’ এবং ‘A’ বলতে একই জিনিস বুঝায় না টোটাল ২৬+২৬ টি Alphabet সি ভাষায় ব্যাবহৃত হয়। 
Digit: সি ক্যারেক্টার সেট, 0-9 পর্যন্ত দশটি ডিজিট এবং এই দশটি ডিজিটের সমন্ধয়ে যে কোন ডিজিট সি ভাষা সমর্থন করে।\n\n
Special Symbol: Digits এবং Alphabet ছাড়াও সি ভাষা কিবোর্ডের অনেক Special Character সমর্থন করে সি ভাষায় এই Special Characters এর Special অর্থ রয়েছে। টোটাল ৩০ টি Special Characters সি ভাষায় ব্যাবহার হয়। যেমনঃ ‘>’ বলতে Greater Than এবং ‘<’ বলতে Less Than বুঝায়।
 

Disqus Shortname

Comments system